ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বজ্রপাত: মীরসরাই সীতাকুণ্ড বোয়ালখালী ফটিকছড়ি ফেনী ও চকরিয়ায় নিহত ৯

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়ি, মীরসরাই, সীতাকুণ্ড, বোয়ালখালী উপজেলা, কক্সবাজারের চকরিয়ায় এবং ফেনীতে বজ্রপাতে দুই নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। আজ রবিবার (৬ জুন) সকালে থেকে দুপুরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এর মধ্যে ফটিকছড়িতে দুই নারীসহ ৩ জন, মীরসরাইয়ে ১ জন, সীতাকুণ্ডে ১ জন, বোয়ালখালীতে ১ জন, চকরিয়ায় ১ জন ও ফেনীর সোনাগাজীতে ২জন মারা যান। এছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।

আমাদের পাঠানো তথ্য চিত্র নিয়ে প্রতিবেদন-

নিহত দুই নারী।

ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি: সোলায়মান আকাশ জানান, উপজেলার ৭নং কাঞ্চন নগর ইউনিয়নে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই নারী নিহত হন। এছাড়া নাজিরহাট এলাকায় শফি সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত দুই নারী হলেন–লাকি দাশ (৩৮) স্বামী- বানুশ্বর দাশ ও ভানু শীল (৪০) স্বামী- মৃত যুগেন্দ্র শীল।

স্থানীয়রা জানান, উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ফেঁজারাম মহাজনের বাড়ি (ডলু পাড়া) সংলগ্ন স্থানে সকাল থেকে বাড়ীর পার্শ্ববর্তী নিজস্ব কৃষিক্ষেতে কাজ করছিল ৪ নারী। বেলা ১১টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ৪ নারী আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন- মালতী রানী দাশ (৫০) স্বামী-মনতোশ দাশ ও শোভা রানী দে(৪৫) স্বামী- ভুবন দে। তারা সবাই ফটিকছড়ির কাঞ্চন নগর ডলুর পাড়া, ৮নং ওয়ার্ড মানিকপুরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন বলেন, চারজন মহিলা কৃষিক্ষেতে কাজ করছিলো হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হলে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক দু’জনকে ডাক্তার মৃত্যু ঘোষনা দেন।

এদিকে বিকেলে বিবার (৬ জুন) নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকায় শফি সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ি বজ্রপাতে মারা যান। নিহত শফি ওই এলাকার আব্দুল হামিদ সর্দার বাড়ীর মৃত আব্দুল আজিজের পুত্র।

জানা যায়, এবিসি স্কুল সংলগ্নে নিহত শফি সওদাগরের একটি চায়ের দোকান রয়েছে। ঘটনার সময় দুপুরে প্রাইমারী স্কুলের সামনের পুকুরে গোসল সেরে তিনি দোকানে ফিরছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন শফি। পরে বুকে ব্যথা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামের মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

স্থানীয় কাউন্সিলর আবুল মনছুর বিষটি নিশ্চিত করেন।

মীরসরাই:

মীরসরাই প্রতিনিধি জানান, জেলার মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব ডোমখালী গ্রামে বজ্রপাতে মারা গেছেন মোঃ সাজ্জাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র। নিহত সাজ্জাদ একই এলাকার জামাল ভূইয়া বাড়ির মোশাররফ হোসেন এর ছেলে এবং স্থানীয় কমর আলী হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান- সকাল ১০টার দিকে সাজ্জাদ তার বাবার সাথে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু বরন করেন। এ সময় তার বাবা গুরুতর আহত হয়।তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড:
সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু জানান, সীতাকুণ্ডে বজ্রপাতে মোহাম্মদ এসকান্দর হোসেন (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বদরুল হাসান (২০) নামের একজন। আজ রবিবার বিকাল ৪ টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসকান্দর একই এলাকার মৃত হাবিবুল্লাহ’র পুুুুত্র। আহত হাসান গোপ্তখালী গ্রামের আবু বক্করের পুুুুত্র। জানা যায়, দিনভর প্রচন্ড বৃষ্টির সময় এসকান্দর ও হাসান বেড়িবাঁধ এলাকায় গরু চড়ানোর সময় বজ্রপাত শুরু হলে তারা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। সে সময় বজ্রপাতের আঘাতে এসকান্দর ঘটনাস্থলে নিহত হন এবং হাসান আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বলেন,দুইজনই গরু নিয়ে বেড়িবাঁধে যায়। বিকালে বজ্রপাত শুরু হলে একজন ঘটনাস্থলে মারা যায়। আর একজন আহত হয়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বোয়ালখালী:

বোয়ালখালী প্রতিনিধি পূজন সেন জানান, বোয়ালখালীতে বজ্রপাতে মো.জাহাঙ্গীর (৩৯) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আজ রবিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকায় লেবু বাগানে কাজ করার সময় বজ্রাহত হন।

তাকে উদ্ধার করে দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারে জাহাঙ্গীরের বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সেই উপার্জন করে সংসার চালাতো।

চকরিয়া:
শনিবার ভোর রাত্রে উপজেলার চকরিয়ায় বজ্রপাতে মারা যাওয়া যুবক বেলাল ওই ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার মকছুদ আহমদের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শনিবার ভোরে তলিয়াঘোনা নিজস্ব খামারে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল।

এ সময় বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়। বজ্রপাতের সময়ে বেলাল উদ্দীন তার মৎস্য খামারে মাছ ধরছিল। মাছ ধরা অবস্থায় বজ্রপাতে যুবক বেলাল ঘটনাস্থলেই মারা যান। তবে খামারের অন্যরা কিছুটা দূরে থাকায় তাদের কোন ধরণের ক্ষতি হয়নি। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেনী:
ফেনীর সোনাগাজি উপজেলার বাগদানা ইউনিয়নের আলামপুর গ্রামে বজ্রপাতে সাজেদা আক্তার সাথী (১৫) ও আল- আমিন (৬) নামে ২ জন নিহত হয়েছে। সাজেদা আক্তার সাথী একটি মাদ্রাসার ছাত্রী।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আলামপুর আনুফরাজির বাড়ীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print