
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে অজ্ঞাত গাড়ীর চাপায় রামকৃষ্ণ শর্মা (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছে।
আজ শনিবার (১২ জুন) দুপুর ২ টার দিকে সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, অজ্ঞাত গাড়ী চাপায় গুরতর আহতবস্থায় রামকৃষ্ণ শর্মাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।