
বিগত কক্সবাজার মেডিক্যাল কলেজ ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ৭৪১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৪ হাজার ৮০৭ জন।নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৯ জন এবং উপজেলার ১৮ জন।
গতকাল শনিবার করোনায় মারা গেছে আরও দুইজন। এনিয়ে চট্টগ্রামের মোট মৃত্যু হলো ৬৪২ জনের।
রোববার (১৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। করা হয়।
গতকাল বিআইটিআইডি) ল্যাবে ৩৪৫টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষায় ৬ জন শনাক্ত হয়।
শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৮০টি নমুনা পরীক্ষায় ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ৮ জন শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষায় ৩ জন ও মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৭টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজেটিভ হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে একটি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।