
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডের শীতলপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ ইউনুস ( ৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর একটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুসের বাড়ি ভোলা জেলার চৌমুহনী তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কদমরসুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, চট্টগ্রামমূখী একটি কার্ভাডভ্যান একইমূখী একটি রিকশারপিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিক্সা চালক নিহত হয়।
এব্যাপারে বার আউলিয়ার হাইওয়ে থানার এসআই জসিম বলেন, একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় এক রিক্সা চালক নিহত হয়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।