
পতেঙ্গায় বাস চাপায় শিশু ও মহিলা নিহত:ঘাতক চালক-হেলপার কে জনতা আটক
নগরীর ইপিজেড থানার থানাধীন স্টিল মিলস বাজার এলাকায় বাস চাপায় নারী শিশুসহ সহ ৩ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে সাইলো রোডে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নুর বেগম (৪৩) ও তার বোনের মেয়ে (অজ্ঞাত) ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
উৎপল বড়ুয়া পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বাস চাপায় ৩ জন মারা গেছেন। জনতা চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী ও পুৃলিশ জানায়, দুপুরে সাইলো খাল পাড় রোড়ে দ্রুতগামী হলুদ রঙের বাসটি নম্বর (চট্টমেট্টো জ, ১১-০৪৬৫) একটি রিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর সময় সাইলো রোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথজারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত একজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহত নারী নুর বেগম তার বোনের মেয়ে (১২)কে নিয়ে ডাক্তারের কাছে যায়ওয়ার সময় বাস চাপায় মারা যান বলে স্থানীয়রা জানান।