
একজন মৃত্যুর দিনে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৪২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৯৮১ জন।
আজ রবিবার (২০ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য জানা যায়।
গতকাল শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪০টি নমুনা পরীক্ষায় ৬৬ জন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৭টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ১০ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষা করে ১০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ২২ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৫টি নমুনা পরীক্ষা করে ৩ জন শনাক্ত হয়।