
চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬টি বিভিন্ন দোকান ও ঘর পুড়ে গেছে। এ মধ্যে বেশিরভাগ ফলের দোকানে রয়েছে।
আজ সোমবার (২১ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, বাকলিয়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টা ৫মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ভ্যানের ওপর বিভিন্ন ফল রেখে উপরে টিনের ছাউনি দেওয়া ছিল দোকানগুলোতে। এর মধ্যে ৩০টি ফলের দোকান পুড়ে গেছে। এছাড়া পাঁচটি তেলের দোকান ও একটি বাস কাউন্টারও আগুনে পুড়েছে। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।