
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডে মোটর সাইকেলের ধাক্কায় মোঃ শাহাদাত হোসেন (২৯) নামের এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৪ টার সময় উপজেলার কুমিরাস্থ সোলতানা মন্দির এলাকায় মহাসড়কে এঘটনা ঘটে।
নিহত শাহাদাত জিপিএইচ ইস্পাত কারখানার ইলেকট্টিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি নোয়াখালীর সেনবাগ থানার মিজি গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় বৃষ্টির মধ্যে একটি দ্রুতগামী মোটর সাইকেল শাহাদাতকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় আহতবস্থায় এক যুবককে নিলে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক জিপিএইচ কারখানার ইলেকট্টিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।