
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ আব্দুল মান্নান (৫০)। তিনি বাড়বকুণ্ডস্থ কে.এস.আর.এম ফ্যাক্টরীতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
আজ সোমবার (২আগষ্ট) সকাল ৯টার সময় উপজেলার বাড়বকুণ্ডস্থ মহাসড়কের পিএইচপি গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মান্নানের ভাই আব্দুল মোনাফ জানান, মান্নান ডিউটি শেষ করে সাইকেল চালিয়ে বাড়ী ফেরার পথে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামের মিঞাজী বাড়ির মরহুম নূর আহম্মদের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, মহাসড়ক ধরে সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি আহত হলে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
				
								
								
								