t চট্টগ্রামে হঠাৎ করে মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া বন্ধ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে হঠাৎ করে মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে হঠাৎ করে মডার্না ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্যবিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে মজুত শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীতে মডার্না ও সিনোফার্মের টিকাদান বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন কেন্দ্র ও হাসপাতালে টিকা দিতে গিয়ে ফিরে আসতে হয়েছে শত শত টিকা প্রত্যাশিদের।

তবে শুধুমাত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু রয়েছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ ও উপজেলা পর্যায়ে সিনোফার্মের প্রথম ডোজ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তানজিম বিষয়টি জানান। তিনি বলেন, জেনারেল হাসপাতালে করোনা টিকা কার্যক্রমে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে অক্সেফোর্ড অ্যাস্ট্রেজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকা যথারীতি চলবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মডার্নার টিকার মজুদ শেষ হওয়ায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা পাওয়া সাপেক্ষ টিকা কার্যক্রম আবারও চালু করা হবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মডার্না ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলেও যারা এসএমএস পেয়েছে তারা সবাই বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। যারা এসএমএস পাননি অথবা ডিলিট হয়ে গেছে তারা আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। তবে উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকাদান কর্মসূচি অব্যাহত আছে।

জানা গেছে, নগরীর সবকটি টিককেন্দ্রে টিকা কার্যক্রম বন্ধ থাকলেও উপজেলাগুলোতে আরও কয়েকদিন চলবে টিকা কার্যক্রম।

এদিকে টিকা কার্যক্রম বন্ধের ঘোষণার পরও বৃহস্পতিবার (১২ আগস্ট) জেনারেল হাসপাতালে সামনে ভিড় করেন শতাধিক মানুষ। তাদের দাবি, কোনোর রকম নির্দেশনা না দিয়েই হুট করেই বন্ধ করে দিয়েছে টিকা কার্যক্রম। এছাড়া টিকা বন্ধের ব্যাপারে কোনো প্রচারনাও ছিল না বলে অভিযোগ টিকা গ্রহীতাদের।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী গণমাধ্যমকে বলেন, মডার্নার টিকার মজুদ শেষ হওয়ায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। অবশ্য অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ চলবে। টিকা পাওয়া সাপেক্ষ টিকা কার্যক্রম আবারও চালু করা হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আমাদের হাতে কিছু টিকা মজুদ রয়েছে। যা দিয়ে আজ টিকা কার্যক্রম চালানো যাবে। তবে আগামীকাল থেকে বন্ধ থাকবে টিকা কার্যক্রম। তিনি কোভিশিল্ডের টিকার দ্বিতীয় ডোজ চালু থাকবে বলে জানান।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print