
বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও ৫ জন। যাদের মধ্যে নগরীর ৪ জনও উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৩ জনে।
এইদিন চট্টগ্রামে ১ হাজার ৭৭৭ টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩০৬ জনের। এদের মধ্যে নগরীর ১৬৬ জন এবং উপজেলায় ১৪০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৯৮ হাজার ২৬৮ জন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৫ টি নমুনা পরীক্ষায় ৪৭ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৭৩টি নমুনা পরীক্ষায় ৫৮ জন শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষায় ৫১ জন ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৬২ জন শনাক্ত হয়।
ইমপেরিয়াল হাসপাতালে ৯৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০০ টি নমুনা পরীক্ষা করে ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৭ টি নমুনা পরীক্ষা করে ১০ জন শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১ টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩১ টি নমুনা পরীক্ষা করে ২ জন, এপিক হেলথ কেয়ার ল্যাব ৫৩ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
অ্যান্টিজেন টেস্টে ২০৪ টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।