
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. সাইমুন (২০)।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন কল্পলোক এলাকার বশির খন্দকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক( হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, অসাবধানতাবশত ভবনের প্রথম তলায় কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।