t ১৪৪ ধারা জারির পর ফটিকছড়িতে থমথমে – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৪৪ ধারা জারির পর ফটিকছড়িতে থমথমে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কলেজ রোড এলাকায় ১৪৪ ধারা জারির কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের কেউ অনুষ্ঠান করতে পারেনি।

সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বের অনুসারী ছাত্রলীগ ও উপজেলা মহিলা লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর উপলক্ষ্যে আজ শুক্রবার বিকালে ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে সেখানে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন গতকাল মধ্যরাতে ১৪৪ ধারা জারি করে। সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে।

এ কারণে কোন পক্ষ ওই এলাকায় অনুষ্ঠান করতে না পারলেও তৈয়বের অনুসারী ছাত্রলীগ নাজিরহাট এলাকায় সংবাদ সম্মেলন এবং মতবিনিময় অনুষ্ঠান করেছে বলে জানা গেছে। উপজেলা আওয়ামীলীগ তাদের কর্মসূচি স্থগিত রেখেছে।

.

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান জানান, ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা চলছে। সে কারণে কোন পক্ষ সমাবেশ করেনি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সজাগ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বোরহান উদ্দীন বলেন, ‘উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীসহ উপজেলা নেতাদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু, আওয়ামী পরিবার ব্যানারে উপজেলা মহিলা লীগের একটি অংশ পালটা কর্মসূচির ডাক দেয়।’

.

স্থানীয় নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামী লীগের দুটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। অন্যটির নেতৃত্ব দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষই সমাবেশ থেকে পিছু হটেছে। সকাল থেকে কোনও সমস্যা হয়নি।

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print