
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১২০ জন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামের শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। আক্রান্তদের মধ্যে এদের মধ্যে নগরীর ৭২ হাজার ৬৫২ জন এবং উপজেলায় ২৭ হাজার ৩৯৩ জন। সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৫ জন।
গতকাল চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও ৫ জন। যাদের মধ্যে সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৪৬ জন । এর মধ্যে নগরীর ৬৯৫ জন ও উপজেলায় ৫৫১ জন।
রোববার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় নগরীর ৬২ জন, বিভিন্ন উপজেলায় ৫৮ জন শনাক্ত হয়।