
চট্টগ্রামের দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েলবাহী ওয়াগন (ট্রেন) দুর্ঘটনায় কবলিত হয়ে চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটি তখন খালি ছিল।
আজ সোমবার দুপুর ২টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলের একটি টিম পাঠানো হয়েছে। তাঁরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাশ গুপ্ত বলেন, তেল খালাস করে দোহাজারী থেকে চট্টগ্রামে আসার পথে দোহাজারীর পিডিবির একটি খালি শাটল ট্রেন (দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে তেল পরিবহনের গাড়ি) দুর্ঘটনায় পড়ে। ট্রেনটির চারটি চাকা লাইনচূত্য হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে।