
জেলার বাঁশখালী উপজেলায় সিএনজি অটোরিকশা ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম ছৈয়দুল ইসলাম (৪০)।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল বড় মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল মাবুদ নামে আরও এক ব্যাক্তি।
নিহত ছৈয়দুল ইসলাম হাটহাজারী মির্জাপুর ৩ নম্বর ওয়ার্ডে হাজী নুরুজ্জামান চৌধুরীর বাড়ি এলাকার তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছৈয়দুল ইসলাম সহ তার সঙ্গে থাকা আরও একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহ.) এর মাজার জেয়ারতের উদ্দেশে বের হয়।
বাঁশখালীর চাম্বল বড় মাদ্রাসা পর্যন্ত পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ ঘটে।
এ সময় মোটরসাইকেল আরোহী ছৈয়দুল ইসলামের মাথার একপাশ থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, সকালে ‘বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে দুপুর দুইটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে এর আগেই ওই যুবকের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করলে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
