
চট্টগ্রামের হালদা নদীেত আরো একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে হালদা নদীর মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকা থেকে নৌ-পুলিশ সদস্যরা এ মৃত ডলফিনটি উদ্ধার করেছে।
৫ ফুট দৈর্ঘ্যের প্রায় ৪০ কেজি ওজন ডলফিনটির। এসময় হালদা নদী থেকে ৫ হাজার মিটার ঘেরা জালও জব্দ করা হয়েছে বলে জানায় নৌ পুলিশ।
নগরীর সদরঘাট নৌ-পুলিশের (ওসি) মিজানুর রহমান বলেন, নৌ-পুলিশ নিয়মিত টহল দেওয়া সময় মৃত ডলফিনের বাচ্চাটি উদ্ধার করে। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া স্যারের নিকট হস্তান্তর করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য আনুমানিক ৪’৬”-৯”, ওজন ৩৫-৪০ কেজি।
হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদা থেকে উদ্ধার হওয়া ডলফিনটি ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। ডলফিনটি পচে যাওয়ায় দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।