t নগরীতে যানবাহন চলাচল বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে যানবাহন চলাচল বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর অলঙ্কার মোড় এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচ পরিবহন শ্রমিককে আটকের জের ধরে চট্টগ্রামে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে কয়েকটি শ্রমিক ও পরিবহন মালিক সংগঠনের অঘোষিত বাস-মিনিবাস, হিউম্যান হলার ও অটোট্যাম্পু ধর্মঘটে চট্টগ্রামের সড়কে গণপরিবহন চলাচল কমে গেছে।

এদিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

তবে সংশ্লিষ্ট সংগঠনের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে ধর্মঘটের বিষয়টি তারা স্বীকার করছেন না।

.

সকাল থেকে নগরীর মুরাদপুর, অক্সিজেন, টাইগারপাস, নিউমার্কেট, বহদ্দারহাট, কাপ্তাই সড়কের মাথা ও কালুরঘাট এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিনের মতোই আজও কর্মজীবী মানুষ মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন। অনেকক্ষণ অপেক্ষার পরও গাড়ির দেখা মিলছে না। বাধ্য হয়ে অনেকে দ্বিগুণ-তিনগুণ টাকা খরচ করে রিকশা কিংবা অন্য কোনো মাধ্যমে গন্তব্যে পৌঁছুচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার চাঁদাবাজির অভিযোগে নগরীর অলংকার মোড় থেকে র‌্যাবের হাতে পাঁচ পরিবহন শ্রমিক গ্রেপ্তার হন। তাদের নাম হলো- আজাদ, অহিদ, আরিফ হোসেন, নারায়ণ দে ও সিদ্দিক হোসেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট আহ্বান করে কয়েকটি পরিবহন মালিক সংগঠন। ধর্মঘট চলাকালে সব ধরনের বাস-মিনিবাস, হিউম্যান হলার এবং অটোট্যাম্পু বন্ধ থাকার কথা রয়েছে।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে গন্তব্যমুখী মানুষ বলছেন, ধর্মঘট কিংবা যে কোনো কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলে সেটা আগে ঘোষণা দিলে এতো দুর্ভোগ পোহাতে হয় না।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট আহ্বান করে কয়েকটি পরিবহন মালিক সংগঠন। ধর্মঘট চলাকালে সব ধরনের বাস-মিনিবাস, হিউম্যান হলার এবং অটোট্যাম্পু বন্ধ রয়েছে।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, গতকাল অলংকার মোড় থেকে একজন লাইনম্যানকে গ্রেফতার এবং ৫ জনকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাই পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে পিকেটিং বা অন্য কোনও কর্মকাণ্ড হচ্ছে না। আমরা থানা, ডিবি, এসবি সহ সব জায়গায় খোঁজ নিলাম, কিন্তু কেউ কিছু জানে না। বিকেলে একটি মিটিং হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে নগর ট্রাফিক দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এনএম নাসিরুদ্দিন বলেন, একটা ধর্মঘটের কথা আমি শুনেছি। তবে এ বিষয়ে কোনো চিঠিপত্র পাইনি। সড়কে কিছু কিছু গণপরিবহন চলছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print