
জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের জলকদর খাল থেকে আহমদুর রহমান নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৮৫ বছর।
তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সরকারহাট এলাকার মৃত হেদায়েত আলীর পুত্র বলে পুলিশ জানায়।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে গণ্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাটখালী বাজারের পাশে জলকদর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খাটখালী বাজারের ব্যবসায়ীরা জানান, রাতে তিনি বাজারের আশেপাশে ঘুরাঘুরি করেন। তিনি কোত্থেকে এসেছেন জানতে চাইলে কুতুবদিয়া থেকে এসেছেন বলে আমাদেরকে জানান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ‘বুধবার থেকে খাটখালী বাজারে বৃদ্ধকে দেখতে পাই। তিনি সারাদিন বাজারের আশে-পাশে ঘুরছিল। সকালে বাজারের পাশে জলকদর খালে বৃদ্ধার লাশটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
বাঁশথালীর গণ্ডামারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রদীপ চক্রবর্তী বলেন, ‘বৃদ্ধের লাশের খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তার বাড়ি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ইউনিয়নের সরকারহাট এলাকায় বলে জানতে পেরেছি। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অতি বৃষ্টি অথবা জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন বৃদ্ধটি।’