
চট্টগ্রাম বন্দরের ভীতের কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সেলিম (৬৫) নামে এক সিঅ্যান্ডএফ কর্মচারী নিহত হয়েছে।
আজ শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টার দিকে বন্দরের ৩ নম্বর গেটের ভিতরে জে আর ইর্য়াড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সেলিম নগরের আকবরশাহ থানা উত্তর কাট্টলী কুতুব বাড়ির মৃত মূসার ছেলে। তিনি এলিট ট্রেডিং লিমিটেড নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
আরও খবর: বন্দরে লরি চাপায় মোটরসাইকেল আরোহী মেশিন অপারেটর নিহত
সিএমপির বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জে আর ইর্য়াড এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সেলিম গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে বিকেল সাড়ে পাচঁটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি দিলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।