
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালখালী উপজেলার সাতটি ইউপি’র মধ্যে ছয়টিতে নৌকার বর্তমান চেয়ারম্যানরা বেসরকারীভাবে নির্বাচিত হলেও বহুল আলোচিত ১০নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা হামিদুল হক মান্নান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কায় নির্বাচন করেন।
৫ জানুয়ারি রাতে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, বেসরকারিভাবে নিবার্চিত হলেন যারা-৪নং শাকপুরা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, ৫নং সারোয়াতলী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন, ৬নং পোপাদিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস,এম জসিম, ৭নং চরনদ্বীপ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ শামশুল আলম, ৮নং শ্রীপুর-খরনদ্বীপ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোকাররম, ৯নং আমুচিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কাজল দে এবং ১০ নং আহল্লা করলডেঙ্গা ইউপিতে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হামিদুল হক মান্নান।
সাত ইউপিতে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বুধবার দিনভর আহলা করলডেঙ্গা, শাকপুরা এবং চরণদ্বীপ ইউনিয়নে নির্বাচনী সহিংসতা ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে।