
খুলনার কয়রা উপজেলায় একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা মাজেদের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজী ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৬), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী টুনি (১৩)।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস বলেন, সকালে কামালিয়া গ্রামের বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী ও কন্যার মরদেহ পুকুরে ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন। তিনি জানান, কয়রা থানার বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং তাদের সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যাশিশু টুনির মরদেহ ভেসে ওঠে একটি পুকুরে। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাবিবুল্লাহ পেশায় একজন দিনমজুর।
থানার ওসি আরও বলেন, পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।