
চট্টগ্রামের মীরসরাইয়ে ৩৩৫ কোটি টাকা ব্যয়ে প্রথম বৈদ্যুতিক যানবাহন তৈরির কারখানা (ইলেকট্রিক কার প্লান্ট)স্থাপনের জন্য চারটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান চুক্তি করেছে।
বুধবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল ) এবং অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
ইলেক্ট্রিক ভেহিক্যাল ( ইভি ) ম্যানুফ্যাকচারিং প্রজেক্টের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৩৩৫ কোটি টাকা। এই প্রকল্পের জন্য বঙ্গবন্ধু শিল্প নগরী মীরেরসরাইয়ে বিইজেটএ কর্তৃক ১০০ একর জমি বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য যে,একই স্থানে ইভি গাড়ি তৈরির পাশাপাশি লিথিয়াম আয়ন ব্যাটারি,মোটর, কন্ট্রোলার এবং চার্জার তৈরি করা হবে যাতে করে ইভি গাড়ির ৭৫ শতাংশ মূল্য সংযোজন হবে। বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে।এছাড়া বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারীজের কিছু অংশ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।কিছু জিনিস বিদেশ থেকে শিপমেন্ট করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বেইল -এর পরিকল্পনা মোতাবেক ২০২২ সালের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলক ইভি গাড়ি উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।এছাড়া দেশব্যাপী হোম চার্জিং সুবিধা তৈরির পাশাপাশি বর্তমানে ব্যবহৃত পেট্রোল ও সিএনজি পাম্পগুলোতে কমার্শিয়াল ইলেক্ট্রিক চার্জিং সুবিধা তৈরি করা হবে। সূত্র: ইউএনবি