
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বাবা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (৬৮)।
আজ সোমবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর বায়েজিদ এলাকার শেরশাহ বাংলাবাজার লিংক রোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তিনি বায়েজিদ থানাধীন চা বোর্ড এলাকার মৃত আফাজুর রহমানের ছেলে বলে পুলিশ জানায়।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুপুরের দিকে বায়েজিদের শেরশাহ বাংলাবাজার লিং রোড এলাকায় ট্রাকচাপায় শামসুল আলম নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শামসুল আলম লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর
আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বাবা
ওসি বলেন, ঘটনায় তাৎক্ষণিক আমরা ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।