
চট্টগ্রামের পটিয়ায় নৌকাডুবির ঘটনায় এক কিশোর হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শিকলবাহা খালে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ।
নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ আদিল (১৫) উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকার মাওলানা ওবায়দুল হকের পুত্র। সে চরকানাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, আদিল ও তার পিতা শুক্রবার চট্টগ্রাম নগরী থেকে শিকলবাহা হয়ে কালারপুর আখতারুজ্জামান সেতু এলাকা দিয়ে নৌকা নিয়ে পটিয়ার বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকারী নৌকাটি মাঝনদীতে এলে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাতে থাকা আদিল ও তার পিতাসহ ৭-৮ জন পড়ে যান।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আদিলকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, বাল্কহেডের ধাক্কায় পটিয়া-কর্ণফুলী সীমান্তের শিকলবাহা এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার কার্যক্রম চলছে।