
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ স্কুল ছাত্র মিজানুল হক আদিলের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এর আগে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর শিকলবাহা খালে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী সাম্পান উল্টে গেলে নদী নিখোঁজ হয় মিজানুল হক।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল ৪টা দিকে কর্ণফুলী নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
আরও খবর: পটিয়ায় নৌকা ডুবির ঘটনায় স্কুলছাত্র নিখোঁজ
নিহত মিজানুল হকের বাড়ি পটিয়া উপজেলার চরখানাই এলাকায়। সে মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে। মিজান চরখানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। গতকাল নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিসের দুটি টিম। পরে আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, মিজান ও তার পিতা শুক্রবার চট্টগ্রাম নগরী থেকে শিকলবাহা হয়ে কালারপুর আখতারুজ্জামান সেতু এলাকা দিয়ে নৌকা নিয়ে পটিয়ার বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকারী নৌকাটি মাঝনদীতে এলে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাতে থাকা মিজান ও তার পিতাসহ ৭-৮ জন পড়ে যান।