
নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির উদ্যেগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কবিরহাট বাজারে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা ফরহাদ, একরাম উদ্দীন,প্রভাবশালী বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আজকের এই দিনে স্বাধীনতা রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঢলে ঢাকার রাজপথে এক অনন্য বিস্ফোরণে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।