
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড সিমেন্ট তৈরির কারখানায় ট্রাক থেকে মালামাল নামানোর সময় মো. ইব্রাহিম মোল্লা (৫১) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের জোড়ামতল এলাকায় অবস্থিত রয়েল সিমেন্ট নামক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি সাতকানিয়া উপজেলার মলাইয়ের দোকান বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট তৈরির মালামাল নিয়ে একটি ট্রাক কারখানায় আসে। ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় ট্রাকটি হঠাৎ পিছন দিকে চলা আরম্ভ করলে ট্রাকের পিছনের ডান পাশের চাকা হেলপার ইব্রাহিমের গায়ের উপর উঠে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তখন অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, ময়নাতদন্ত করার পর লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে তিনি জানান।