
চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ রয়েছেন একই পরিবারের আরও ৫ সদস্য।
উপজেলার পৌর সদরের রঙ্গিপাড়া এক নম্বর ওয়ার্ডে আজ বুধবার ভোরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
জীবন্ত দগ্ধ শিশুটির নাম মো. রাকিব (বয়স ৫মাস) এক বৃদ্ধাসহ দগ্ধ আরও পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তারা হলেন-লাকি (৪৯), ছেনোয়ারা (৮০), মানিক (১৫), বৃষ্টি (১৮) আনোয়ারা (৩৫)।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভোর রাতের দিকে ওই ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ২০টি পুড়ে যায়। দগ্ধ শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে ফায়ার সাভিস জানায়, ভোরে আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২০টি বসতঘর পুড়ে গেছে।