
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার অনুমতি প্রদানের দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী অনশন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনশন শুরু হয়েছে।
আজ শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে এ কর্মসূচি শুরু হয়।
নাসিমন ভবনের মাঠে মহানগর বিএনপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলাদাভাবে অনশন চলছে।

অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। অনশন কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।
বিকাল ৪টা পর্যন্ত গণঅনশন চলবে।
এদিকে নগরীর কালামিয়া বাজারের লিজা গার্ডেনে দক্ষিণ জেলা বিএনপির অনশন কর্মসূচি চলছে। সেখানে উপস্থিতত আছেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ বিএনপি নেতৃবৃন্দ।