
চট্টগ্রাম মহানগরীর আসকার দীঘির পশ্চিম পাড় এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন মোহাম্মদ হুমায়ুন (৫০) নামে এক ব্যবসায়ী।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত হুমায়ুন একই এলাকার ওলি উল্লাহর ছেলে। তিনি টেরিবাজারে কাপড়ের ব্যবসা করতেন বলে তার পরিবার জানায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, আসকার দীঘির পশ্চিম পাড় এলাকায় হুমায়ুন নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে আমরা খবর পেয়ে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনও বলা যাচ্ছে না। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্রে জানায়, নিহত হুমায়ুনের সাথে তার স্ত্রী দাম্পত্য বিরোধ চলছিল। আজ (মঙ্গলবার) সকালে স্ত্রীকে বাবার বাডি দিয়ে আসেন। এরপর সেখান থেকে এসে কোনো একসময় তিনি আত্মহত্যা করেন।