ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

একুশ শতকে এসে দ্রুতই বদলে যাচ্ছে মানব সভ্যতার দৃশ্যপট: মাহমুদুর রহমান মান্না

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও উৎকর্ষের সুবাদে একুশ শতকে এসে দ্রুতই বদলে যাচ্ছে মানব সভ্যতার দৃশ্যপট। নতুন সহস্রাব্দের সাংবাদিকতার ক্ষেত্রেও প্রচলিত ধারণা ও কৌশলগুলোতে এসেছে নানা পরিবর্তন। উদ্ভব ও বিকাশের কালপরিক্রমায় আমাদের দেশে সাংবাদিকতা বলতে একুশ শতকের আগ পর্যন্ত মূলত সংবাদপত্রকেন্দ্রিক রিপোর্টিং তৎপরতাই ছিল মূখ্য প্রবণতা। স্বাভাবিকভাবেই বর্তমানে এদেশে সাংবাদিকতায় যারা দিকপাল হিসেবে প্রতিষ্ঠিত তাদের অধিকাংশই সংবাদপত্রকেন্দ্রিক রিপোর্টিংয়ের অভিজ্ঞতা নিয়েই এ পর্যন্ত এসেছেন।

তিনি আজ ৪ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম নগরীর জামালখানস্থ একটি ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল নিউজগার্ডেন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নতুন শতকের সাংবাদিকতা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাম্প্রতিককালে ইলেকট্রনিক মিডিয়ার নতুন নতুন শাখায় রিপোর্টিং করার অবারিত সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। কিন্তু বিগত শতকের সংবাদপত্রের কার্যক্রম ছিল কাগজ, কলম, নোটবুক আর ম্যানুয়াল ক্যামেরা নির্ভর ছিল। একুশ শতকে এসে তথ্য-প্রযুক্তির সুবাদে কাগজ, কলম, প্যাড, নোটবুক আর সনাতনী ক্যামেরার স্থান বদলে দিয়েছে ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, এমনকি মোবাইল ফোন ও মাল্টিমিডিয়া নির্ভর যন্ত্রকৌশল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, স্মার্টফোন ব্যবহার করে সাংবাদিকতার ধারণাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সেলফি স্টিক ব্যবহার করে স্মার্ট ফোন জার্নালিজমকে অনেকেই স্বাগত জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও স্মার্টফোন ব্যবহার করে একজন গণমাধ্যমকর্মী কিভাবে দ্রুত সংবাদ প্রচারে এগিয়ে থাকতে পারেন সে বিষয়ে রীতিমতো পাঠদান হচ্ছে। সংবাদের তথ্য তাৎক্ষণিকভাবে জানতে চাওয়ার চাহিদা পূরণে স্মার্টফোন জার্নালিজম হতে পারে অন্যতম বিকল্প। তাৎক্ষণিকভাবে স্পটে দাঁড়িয়েই স্মার্টফোন দিয়ে কয়েক মিনিটের ভিডিও আপলোড করে আপনার বন্ধু, ভক্ত কিংবা ফলোয়ারদের সংবাদটা জানিয়ে দিতে পারছেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, সাংবাদিকতার জগতটি গত এক যুগে অনেক প্রসারিত হয়েছে। সংবাদপত্রের পাশাপাশি নতুন নতুন মিডিয়া বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং সর্বশেষ ইন্টারনেট- বাংলাদেশে এই পেশার অনেক সম্ভাবনা তৈরি করেছে।

নিউজগার্ডেন এর প্রধান সম্পাদক মো. ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক কামরুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদুল করিম কচি, নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েতউল্লাহ।

উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরু, কবির হাসান, ছাত্রদল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, যুবদলের তথ্য ও যোগাযোগ সম্পাদক ইফতেখার শাহরিয়ার আজম, কর্মসংস্থান সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার, মোহাম্মদ রোকন উদ্দিন, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল, যুগ্ম আহবায়ক সাইফুল করিম।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print