চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় নালায় পড়ে এবার মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তার খোঁজে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস টিম।
গতকাল সোমবার (৬ ডিসেম্বর) বিকাল নালায় পড়ে যায় দুই পথ শিশু। একজন উঠতে পারলেও অন্যশিশুটি এখনো নিখোঁজ। ২৪ ঘন্টা পর আজ মঙ্গলবার বিকেল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে।
জানাগেছে সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাকিব (১৪) ও মো. কামাল (১০) নামের দুই শিশু সড়কের পাশেফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় চিটাগং শপিং কমপ্লেক্সের বিপরীতে ভূমি অফিসের সামনে চশমা খালেপড়ে যায়। এ সময় রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি। পরে আজ খবর পেয়ে ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিখোঁজ শিশু কামাল ষোলশহর স্টেশন এলাকার মো. কাউসারের ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আজ বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী চালাচ্ছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনও খোঁজে পাওয়া যায়নি। আমাদের একটি ডুবুরি দলও এসেছে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এ রকম কোনো ঘটনা আমরা শুনিনি। এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
এ আগে চলতি বছরের ২৫ আগষ্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ (৫০) পথচারী। যার খোঁজ আর পাওয়া যায়নি। এছাড়া গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ বাদামতলী এলাকায় নালায় পড়ে মারা যান সেহরিন মাহমুদ সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে তার লাশ উদ্ধার করা হয়।