
বঙ্গোপসাগরের কক্সবাজার লাইট হাউজের কাছে একটি বিদেশী স্ক্র্যাপ জাহাজে ডাকাতিকালে অভিযান চালিয়ে ৪৩ জন জলদস্যুকে আটক ও ডাকাতির কাজে ব্যবহ্নত সরঞ্জাম উদ্ধারসহ দুটি ইঞ্জিন বোট জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফ থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডে জানায়, আটক জলদস্যুরা এমভি লাদিন্দা নামের একটি বিদেশি জাহাজে ডাকাতির চেষ্টা করছিল।
আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
তিনি বলেন, জলদস্যুদের একটি টিম বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন খবর পেয়ে কোস্টগার্ড অভিযান পরিচালনা করলে ডাকাত দল কোস্টগাডের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিন বোট নিয়ে পালিয়ে যেতে থাকে। এসময় কোস্টগার্ড টিম তাদের ধাওয়া করে দুটি বোটসহ ৪৩ জলদস্যুকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণবার্থিং হাউজার,স্টীলওয়ার রোপ ও অন্যান্য মালমাল জব্দ করা হয়।