
বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তের চেকপোস্ট গেটে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিজিবির হিলি সিপি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার সিতারাম সিংয়ের হাতে তিন প্যাকেট মিষ্টি তুলে দেন।
এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন তারা। সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে হিলি সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে।