
নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় বিজয় দিবসে লাগানো ব্যানার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত উদ্দিন (৩৮) নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
গত ১৫ ডিসেম্বর,বুধবার বিকেলে ৩৯নং দক্ষিণ হালিশহর (বন্দরটিলা) কাউন্সিলর ওয়ার্ড কার্যলয়ের সামনে সিটি কর্পোরেশন মার্কেটের ৩য় তলায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ রিফাত উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯নং হালিশহর ওয়ার্ডের সচিব বলে জানা গেছে। তিনি সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মুসলেম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার পর আহত রিফাতকে হাসপাতালে নেয়া মো. শাকিল জানান, গত বুধবার সকালের দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিজয় দিবসের একটি ব্যানার লাগানো হয়েছিল। রিফাত বিকেলের দিকে অফিসের নিচে নেমে দেখতে পান ব্যানারটি উল্টে গেছে। তখন তিনি মার্কেটের ভবনে উঠে বারান্দা দিয়ে একটি লোহার পাইপ নিয়ে ব্যানারটি ঠিক করতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে দগ্ধ হন তিনি।
রিফাতের স্বজনরা জানায়,তার শরীরের প্রায় ৪০-৫৫শতাংশ পুড়ে গেছে। সারাশরীর জুড়ে ব্যাণ্ডিজ লাগানো হয়েছে।
দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন জানান, বর্তমানে রিফাত জরুরী চিকিৎসায় ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে ভর্তি আছেন, তার জন্য সকল দেশবাসীকে দোয়া চেয়েছেন স্বজনরা।