
জেলার সীতাকুণ্ড ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় জাজাজের পুরাতন ফার্নিচার দোকানে আগুন লেগেছে। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বাংলাবাজার ক্যাডেট কলেজ এর সামনে ফার্নিচার দোকানে আগুন লাগে।
পরে ফায়ার কর্মীদের চেষ্টায় একঘন্টা পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, রাত ৮টার দিকে ফৌজদারহাট ফার্নিচার দোকানের আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানানো হবে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আগুন লাগার খবর পেয়ে কুমিরা স্টেশন থেকে দুটি অগ্নি নির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন লাগার কারণ ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ যায়নি।