
৩ বছর আগে শিক্ষার্থিদের আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীরসহ বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম শাখা ।
গতকাল বুধবার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম (নগর শাখা) ইউনিটের অভিযোগপত্র দাখিল করলেও আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার ফারুক-উল-হক।
বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা অভিযোগে তথ্যগত ভুল ছিল বলে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে সারাদেশে শিক্ষার্থীদের গণআন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ে। কল রেকর্ডটি বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে কুমিল্লার এক ছাত্রদল নেতাকে পরামর্শ দিতে শুনা যায়।
পরে এটিকে ছাত্র আন্দোলনে উস্কানির অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে কোতয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি ধারায় মামলা দায়ের করেন।
এতে আসামী করা হয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মিলহানুর রহমান নাওমী নামে দুজনকে।
আদালত সূত্রে জানাগেছে, এ মামলায় ২৮ আগস্ট হাইকোর্ট বিভাগ থেকে আমীর খসরু ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। পরে ২১ অক্টোবর আত্মসমর্পন করলে বিচারিক আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। ১২ নভেম্বর তিনি জামিন পান