
জেলার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.ওয়াসিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ধলই ইউনিয়নে সড়ক এ দুর্ঘটনা ঘটে।
মো.ওয়াসিম রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কাটিরহাট ফরহাদাবাদ সড়কের ধলইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হয়। মরদেহ রাস্তার পাশে পড়েছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়। মরদেহের পকেটে মোবাইল নম্বর পেয়েছিলাম। খবর দেওয়ার পর নিহতের ভাই এসেছিল। তার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকালে নাজিরহাট ব্রিজের কাছে একটি লাশ পাওয়ার খবর পেয়ে আমাদের ফোর্স পাঠাই। সেখান থেকে ওয়াসিম নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।