
নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় একটি মাল্টিপারপাস কোম্পানীর সাড়ে ৬ লাখ টাকা আমামলায় ত্মসাৎ পুলিশ মো. আবু মুছা রাশেদ নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে।গতকাল রবিবার পতেঙ্গা গ্রীন বেল স্কুল এন্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা মডেল থানার পুলিশ। আজ সোমবার বিকালে শিক্ষক রাশেদকে পুলিশ আদালতে হাজির করেছে।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আজ সোমবার (২৭ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থ ঋণ পরিশোধ ধারায় মামলা রয়েছে।
জানাগেছে, চরপাড়া এলাকার বাসিন্দা মো. আবু মুছা রাশেদ প্রায় দুই বছর আগে ব্যবসার কথা বলে একটি সমিতি থেকে ঋণ গ্রহণ করেন। এ ঋণ দশ মাসের মধ্যে পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত তা পরিশাধ না করায় আদালতে মামলা দায়ের করেন সমিতির কো-অর্ডিনেটর জসিম উদ্দিন। তার বিরুদ্ধে ৬ লাখ ৪৯ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
আবু মুছা রাশেদ চরপাড়া এলাকার তাজিয়া বাপের বাড়ির আবু বকরের পুত্র। তিনি গ্রীন বেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন বলে প্রতিবেশীরা জানায় ।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ জানুয়ারি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ থেকে ঋণ গ্রহণ করেন আবু মুছা রাশেদ। সেখানে দশ মাসের ঋণের বিপরীতে লভ্যাংশসহ পরিশোধ করারও অঙ্গিকার করেন রাশেদ। পরবর্তীতে ঋণ পরিশোধ দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছেন প্রায় দুই বছর ধরে। ঋণের পরিশোধের টাকা না দিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভয়ভীতি, হুমকি দিয়ে আসছিলেন।
এ নিয়ে চলতি বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়েন করেন ভুক্তভোগী প্রতিষ্ঠান।