চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত প্রেমিক মাহাথির রহমান মারফি (২১) বিরুদ্ধে মামলার প্রস্ততুতি চলছে বলে পুলিশ জানায়। তবে এ অভিযুক্ত যুবককে আটক করতে পারেনি পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ কসমোপলিটন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ৯৯৯ এ ফোন পেয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর কসমোপলিটন আবাসিক এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মাহাথির রহমান মারফির সঙ্গে কয়েক মাস আগে মোবাইলে তরুণীর পরিচয় হয়। এর সুবাধে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে মেয়েটি মারফিকে বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখান করে।
গত ২৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তরুণী প্রেমিক মারফির বাসায় গিয়ে বিয়ের কথা বললে মারফি ও তার পরিবার মারধর করেন। পরবর্তীতে প্রেমিক মারফির মা নাসরিন ছেলেকে বাসা থেকে পালিয়ে যেতে বললে সে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর ২৮ ডিসেম্বর মারফির প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ যোগাযোগ করলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসিবলেন, ‘ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটক এবং মামলার দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।