
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মোঃ মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার সন্ধ্যা ৬ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মেলিটারী একাডেমী সংলগ্ন রেললাইনে ঘটনা ঘটে।
নিহতের পকেটে থাকা এনআইডি কার্ড অনুযায়ী সে মীরসরাই উপজেলার উত্তর কাটাচড়া গ্রামের শামসুল হক ও নুর নাহার বেগমের পুত্র।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ঔই ব্যক্তি চট্টগ্রামমূখী “সোনার বাংলা” এক্সপ্রেসে কাটা পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, এক লোক ট্রেনে কাটা পড়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।