
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি কটেজ থেকে অনিক চাকমা নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩ জানুয়ারী) দুপুর ১টার বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীত পাশের এস আলম কটেজের ২১২ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিক্ষার্থী অনিক চাকমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছ কর্তৃপেক্ষ।
জানা গেছে,অনিক চাকমা বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটি জেলায়।
চবি’র অন্যান্য শিক্ষার্থীরা জানান, তার রুমমেট না থাকায় গতকাল রবিবার রাতে সে একা ছিল। সকাল ১১ টার পরও তার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দুপুরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে গিয়ে সার্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম জানান, ‘দুপুর পৌনে ১২টার দিকে এস আলম কটেজের তিন-চার জন শিক্ষার্থী প্রক্টর অফিসে এসে বিষয়টি জানান। আমরা গিয়ে ভেতর থেকে দরজা-জানালা আটকানো দেখি। জানালার ফাঁক দিয়ে দেখা যায়, তিনি কক্ষের সিলিং ফ্যানে ঝুলছেন। পরে বিশ্ববিদ্যালয় মেডিক্যালের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়বের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।’
তিনি আরও জানান, অনিক চাকমার টেবিলে কয়েক পৃষ্ঠার নোট পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন-এমন কিছু নোটে লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যা কি-না সেটা নিশ্চিত হওয়া যাবে।