
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণকালে আহলা করলডেঙ্গা ইউনিয়নে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় সন্ত্রাসীরা সাংবাদিকদের বহনকারী বিভিন্ন গণমাধ্যমের প্রাইভেটকার মাইক্রোসবাসহ ৮টি গাড়ি ভাঙচুর করেছে।
আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে আহলা করলডেঙ্গা ইউনিয়নের আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
এছাড়া ভোট শুরুর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা আহলা করলডেঙ্গা ইউনিয়নে লুদি শিকদার পাড়া এলাকা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুণ রিপন (৩২) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, মো. জাহেদ।

দক্ষিণ জেলা ছাত্র লীগ সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের লুধি শিকদার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এসময় রিপনের মাথায় মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়ে বলে জানান তিনি।
বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে। ওইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।
জানা গেছে, আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর-খরণদ্বী ইউপিতে টাকা বিলির সময় ৬ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে ১লাখ ২০হাজার টাকা ও আনারস প্রতীকের বিভিন্ন স্টিকার, কার্ড উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের পা ভেঙ্গে যাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, মো. জাহেদ। তিনি বলেন, রাতে নির্বাচনী সহিংসতায় আহত শাকপুরা ইউনিয়নের মো. ইদু ও বাহাদুল আলম নামের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।