
কুমিল্লার লাকসামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন- বাহার উদ্দীন (৫০) ও তার শাশুড়ি। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাস্তার কাজ চলমান থাকায় এক পাশ দিয়েই গাড়ি চলছিল। যাত্রীবাহী একটি বিআরটিসি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে বাসটি নোয়াখালীমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাহার উদ্দীন নামে এক ব্যক্তি ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ থানায় রয়েছে।