
চট্টগ্রামের সীতাকুণ্ড দারোগাহাট মাইক্রোবাস তল্লাশী করে ৩৭ হাজার ইয়াবাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
আটক দুই নারী হলেন-টেকনাফের সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্পস্থ মনোরঞ্জনধরের স্ত্রী ভারতী ধর (৩৫) ও কক্সবাজারের রামুর চা বাগানের নিমাই ধরের স্ত্রী পট রাণী ধর (৪০)।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

র্যাব’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের একটি চালান চট্টগ্রামের থেকে ঢাকায় যাচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাব-৭ এর একটি টিম সীতাকুণ্ডের বড় দারোগার হাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশীকালে ঢাকাগামী একটি মাইক্রোস থামিয়ে তল্লাশীকালে দুই নারী যাত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দাদের দাওয়া করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে তাদের শরীরের বিভিন্ন গোপন অঙ্গে লুকিয়ে রাখা ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ১ কোটি ১১লক্ষ টাকা বলে জানান র্যাব।সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
মাদকসহ আটককৃদের সীতাকুণ্ড হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।