
চট্টগ্রামের পতেঙ্গায় ম্যারাথন প্রতিযোগিতার অংশ নিয়ে দৌড় শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. জামিল হোসেন (৪৫) নামে এক অ্যাথলেটিকস।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯ টায় পতেঙ্গা সী-বিচে চট্টগ্রাম সিটি হাফ (২১.১ কিমি.) ম্যারাথন প্রতিযোগিতা শেষে এ ঘটনা ঘটে।
নিহত অ্যাথলেটিক পটুয়াখালী জেলার সদর থানার নবাবপাড়া এলাকায় মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সী-বিচে ম্যারাথন দৌড় শেষে ফিনিসিং পয়েন্টে জামিল অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে নেভি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’