t পাহাড়তলীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর এবার বরখাস্ত ট্রাফিক পুলিশ মহিবুল্লাহ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড়তলীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর এবার বরখাস্ত ট্রাফিক পুলিশ মহিবুল্লাহ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী রেল ক্রসিং-এ কুমিল্লার মোঃ নবী হোসেন নামে এক ব্যবসায়ির গাড়ি থামিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সিএমপির ট্রাফিক কনেস্টেবল মোঃ মহিবিবুল্লাহ। এ মামলায় গ্রেফতারের পর এবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চলতি বছরের ১৬ জানুয়ারী নগরীর পাহাড়তলী থানার কাছে রেল ক্রসিং এলাকার এ ঘটনা ঘটে।

আজ রবিবার (২৩ জানুয়ারী) পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পাঠক ডট নিউজকে এ ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে আসা কুমিল্লার ব্যবসায়ী মোঃ নবী হোসেনের দায়ের করা চাঁদাবাজির মামলায় ট্রাফিক কনেস্টেবল মোঃ মহিবিবুল্লাহ ও তার ছেলে সহ ৪জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারী সকালে কুমিল্লার মিয়ার বাজার এলাকার ব্যবসায়ী মোঃ নবী হোসেন (৪২) চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রাম আদালতে একটি মামলায় হাজিরা দিতে কয়েকজন সঙ্গি নিয়ে একটি প্রিমিও প্রাইভেটকার যোগে চট্টগ্রাম আসেন।
তাদের গাড়ী সকাল ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার ক্রসিং এলাকার (পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট মোড়ে) পৌছলে সে সময় সেখানে দায়িত্বে থাকা সিএমপি, চট্টগ্রাম ট্রাফিক-পশ্চিম বিভাগে কর্মরত কনস্টেবল/২৯৩৭(বিপি নং ৭১৬৯৩০৪৩৮৩৫) মোঃ মহিবিবুল্লাহ গাড়িটি থামিয়ে তাতে উঠে বসে ট্রাফিক মহিবুল্লাহ।

এ সময় গাড়ির কাগজ চেক, পত্র নাম পরিচয় জানার পর ব্যবসায়ি মোঃ নবী হোসেন ও তার দুই সঙ্গিকে জিম্মি করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবী করেন। তিনি এত টাকা দিতে রাজী না হলেও মামলার ভয়ে নগদ ৮ হাজার) টাকা এবং বিকাশে এক লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত টাকা সহ সর্বমোট ১,২২,৫০০/টাকা প্রদান করেন।

পরে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে ওই ব্যবসায়ী ঘটনার বর্ণনা জানিয়ে পাহাড়তলী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ কদন্তে নেমে ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ১ লাখ ১৪ হাজার ৫শ টাকা মহিববুল্লাহ এর ছেলে মোঃ ইয়াসির আরাফাত তুষার (২৩) বিকাশ দোকান হতে উত্তোলন করেছে বলে প্রমাণ পায়।

কনেস্টেবল মহিবুল্লাহ ছাড়াও এ মামলায় আসামী করা হয়, তাহার ছেলে মোঃ ইয়াসির আরাফত তুষার (২৩), বিকাশ এজেন্ট জাহিদ হোসেন (৩৯), ও মোঃ রাশেদ হাসান (৩২)কে। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার আদালতে পাঠায় বলে জানায় পাহাড়তলী থানা পুলিশ।

এদিকে শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় কনেস্টেবল মহিবুল্লাহকে সরকারি চাকুরি থেকে সাময়িক বরখান্ত করা হয়েছে বলে জানায় সিএমপি।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print