ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সড়ক দুর্ঘটনায় উদ্ধারকারীদের ওপর অন্য বাস, প্রাণ গেলো ৫ জনের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে গিয়ে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁচামারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে উল্টো পথে রওনা করে। এ সময় গ্রামীণ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-গ-৩১-১৪৫৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির এক যাত্রী নিহত হন। তাদের উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা আসলে পেছন দিক থেকে ইমাদ পরিবহণের আরেকটি বাস উদ্ধারকারীদের পিষে চলে যায়। এতে আরও চারজন নিহত হন।

নিহতরা পাঁচজন হলেন- প্রাইভেটকার যাত্রী খলিল মাতুব্বর (৬৫), উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা মোস্তফা শিকদার, (৫২) রোকেয়া বেগম (৪৫), ভ্যানচালক লিটু শরীফ (৫০) ও মোফাজ্জেল হোসেন খান (৫৫)।

আহতরা হলেন- প্রাইভেটকারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)।

নিহতদের মধ্যে মোফাজ্জেল হোসেন শিবচরের বাচামা গ্রামের লাল মোহাম্মদ খানের ছেলে। অপর ৪ জনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন জানান। এদের মধ্যে মোস্তফা শিকদার ও রোকেয়া বেগম একই বাড়ির।

ঘাতক গ্রামীণ পরিবহণের বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক রয়েছেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ৫ জনের মৃত্যুর খবর পেলাম। নিহতদের একজন প্রাইভেটকারের এবং অপর চারজন স্থানীয় বাসিন্দা। স্থানীয় চারজনই দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন। এ ঘটনায় প্রাইভেটকারের ২ জন যাত্রী গুরুতর আহত রয়েছেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print