t জামালখানে টিসিবির পণ্য কিনতে নারীদের মধ্যে হাতাহাতি মারামারি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামালখানে টিসিবির পণ্য কিনতে নারীদের মধ্যে হাতাহাতি মারামারি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) থেকে কম মূল্যে নিত্যপণ্য কিনতে গিয়ে হাতাহাতি মারামারিতে জড়িয়েছে নিন্ম আয়ের মানুষরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জামানখান এলাকায় এ মারামারির ঘটনা ঘটে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে বিভিন্ন পণ্য কিনতে গিয়ে নিজেরা তর্ক বির্তকে লিপ্ত হয়ে মারামারিতে জড়িয়ে পড়েন নারী পুরুষ। তারা কার আগে কে পণ্য নিবে তার জন্য নারীরা হাতাহাতি চুলা টানাচানি এবং মারা মারি করেন।

.

এসময় ট্রাকে থাকা টিসিবির কর্মচারীরা বলেন আপনারা কেউ মারামারি করবেন না। সবাইকে মাল দেয়া হবে। মারামারি করলে মাল বিক্রি বন্ধ করে দেবো।

সংঘর্ষে লিপ্ত মধ্য বয়সি নারী মাজেদা বেগমের কাছে কেন মারামারি করেছেন জানতে চাইলে তিনি জানান, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত জামানখান এলাকায় টিসিবি’র পণ্যের লাইনে দাড়িয়ে অপেক্ষায় ছিলেন তিনি। তিন ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না আসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতো টিসিবি’র পণ্যের জন্য রাস্তার পাশে কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। গাড়ি আসার পর হুমড়ি খেয়ে পড়েন সবাই। কার আগে কে পণ্য নিবে তারজন্য হুমড়ি খেয়ে পড়েন। এনিয়ে মারামারিতে জড়ান কয়েকজন নারী ও পুরুষ।

.

কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, জামালখানের আশপাশ এলাকার দোকানদাররাও এখান থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রি করছে। তাদের জন্য সাধারণ মানুষ পণ্য কিনতে পারছে না। শুধু জামালখানে নয়, দুই নাম্বার গেইট, আন্দরকিল্লা মোড়, কোতোয়ালী মোড়, আগ্রাবাদ, বহদ্দারহাটসহ প্রায় সবকটি স্পটেই চলছে এমন অব্যবস্থাপনা।

বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। দোকানদাররাও একই সঙ্গে পণ্য কিনতে আসছেন। এ কারণে অনেক হতদরিদ্র মানুষ পণ্য পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। এ টিসিবির পণ্য বিক্রয়ে অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সাধারণ ক্রেতারা।

.

টিসিবি’র আঞ্চলিক কর্মকর্তা জামাল উদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা পণ্য লোড করছি। বিভিন্ন স্থান থেকে ট্রাকগুলো আসে। যারা আগে আসে, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পায়। সেজন্য কয়েকটি স্থানে ট্রাক যেতে একটু দেরি হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা কঠোর হবো।’ টিসিবি’র আঞ্চলিক কর্মকর্তা জামাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা পণ্য লোড করছি। বিভিন্ন স্থান থেকে ট্রাকগুলো আসে। যারা আগে আসে, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পায়। সেজন্য কয়েকটি স্থানে ট্রাক যেতে একটু দেরি হয়।’

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print